Home » » খুব সহযে পেনড্রাইভ দিয়ে উইন্ডোস সেটআপ দিন।তাহলে চলুন কিভাবে পেনড্রাইভ বুটেবল বানাবেন।

খুব সহযে পেনড্রাইভ দিয়ে উইন্ডোস সেটআপ দিন।তাহলে চলুন কিভাবে পেনড্রাইভ বুটেবল বানাবেন।

Written By Best Digital Marketers In BD on Monday, December 21, 2015 | 10:43 AM

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।

এখান থেকে
আজ আমি শেখাবো কি ভাবে বুটেবল পেনড্রাইভ বানাতে হয়। তাহলে চলুন কিভাবে পেনড্রাইভ বুটেবল বানাবেন।
প্রয়োজনীয় উপকরন:
১)একটি পেনড্রাইভ নূন্যতম 4GB হতে হবে 8GB হলে আরও ভালো।
2)rufus-2.2 rufus-2.2

3) উইন্ডোস iso 7/8/9/10     7 32 Bit           7 64 Bit
আপনারা ইতমধ্যে অনেক গুলো টিউন Already দেখেছেন এবং পড়েছেন পেনড্রাইভ বুটেবল করা এবং জানালা (windows) Install করার ব্যাপারে । কে কতটুকু সফল হয়েছেন জানিনা তবে আমার টিউন টা একবার Try করার অনুরোধ রইল ।
Untitled-1vevUP
ব্যাস তৈরি হয়ে গেল আপনার বুটেবল পেনড্রাইভ। এই বুটেবল পেনড্রাইভ দিয়ে আপনি একাধিক বার কম্পিউটার সেটআপ দিতে পারবেন।
এবার দেখে নিই কিভাবে বুটেবল পেনড্রাইভ দ্বারা উইন্ডোজ সেটআপ করা যায়?
বুটেবল পেনড্রাইভ টি কম্পিউটারে সংযুক্ত করুন। এবং কম্পিউটারটি Restart করুন।
Restart করার সময় Boot Funtion Key{ F8 F9 F10 F11 F12 } বারবার চাপুন এবং নিচের ছবিটি মতো দেখতে পাবেন।

আপনার পেনড্রাইভ (এখানে SanDisk Cruzer Blade 2.01দেখানো হয়েছে ) নামটি Select করে Enter চাপুন। দেখবেন সেটআপ শুরু হয়ে গেছে।
Share this article :

Post a Comment

Comment

Powered by Blogger.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2013. tipsareabd - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger